.jpg)
তিনটি সুন্নতের ওপর নিয়মিত আমল করলে বাকি সুন্নতের ওপর আমল করা সহজ হয়ে যাবে ১. স্পষ্ট ও শুদ্ধ উচ্চারণে সালাম দিব। ২. ভালো কাজে ডানদিক এবং মন্দকাজে বামদিককে প্রাধান্য দিব। ৩. সর্বাবস্থায় আল্লাহর জিকির করব। উপরে উঠতে ‘আল্লাহু আকবার’ বলব। নিচে নামতে ‘সুবহানাল্লাহ’ বলব। সমতলে চলতে ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ বলতে থাকব।